নিজস্ব প্রতিবেদক : সিলেটে মেয়েদের লেখাপড়ায় অধিক মনোযোগী, উৎসাহিত ও প্রতিযোগিতার মানসিকতা সম্পন্ন করতে ইএসডি ফাউন্ডেশন আয়োজিত ‘অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহানগরীর মানিকপীর রোড এলাকায় সিলেট উইমেন্স মডেল কলেজে এ প্রতিযোগিতায় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩টি কেন্দ্রে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ৮ শতাধিক ছাত্রী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাহবুবুল আলম মিলন, শাহাব উদ্দিন তাপাদার ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। এছাড়া বিপুল সংখ্যক অভিভাবকও উপস্থিত ছিলেন।
অভিভাবকরা সিলটিভির সাথে আলাপকালে উদ্যোগটির প্রশংসা করেন।
অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার তুলে ধরেন, অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্দেশ্য।
Leave a Reply