সিলেটে ইউসেপ বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে রিস্কিলিং প্রোগ্রাম ফেজ-৪ এর আওতাধীন সিলেট সদর, জৈন্তাপুর ও দক্ষিণ সুরমা উপজেলার ২৭৮ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর টিলাগড়ে ইউসেপ ট্রেনিং ইনস্টিটিউট-ইউটিআইর সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) রূপ রতন পাইন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সমাজসেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো নাজিম উদ্দিন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এ এফ এম সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন, ইউসেপ বাংলাদেশের সিনিয়র স্পেশালিস্ট (ডিসেন্ট এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল ইনক্লুশন) মো শফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউসেপ বাংলাদেশের সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো কাইউম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য দেন, হেড অব টিভেট ইনস্টিটিউট প্রবীর কুমার পাল।
স্বাগত বক্তব্যে মো কাইউম মোল্লা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে রিস্কিলিং প্রোগ্রামের মাধ্যমে কোভিডকালীন চাকরিচ্যুত ব্যক্তিদের পুনরায় প্রশিক্ষণের মাধ্যেমে কর্মসংস্থান নিশ্চিত করা প্রকল্পে আর্থিকভাবে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) রূপ রতন পাইন বিভিন্ন ব্যাংক ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে ইউসেপের মতো প্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে আর্থিকভাবে সহায়তা করার আহবান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক ড এ এফ এম সাইফুল ইসলাম ইউসেপ সিলেট রিজিয়নে কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কোর্স চালু করার সুপারিশ করেন।
সভাপতির বক্তব্যে মো শফিকুর রহমান ইউসেপ প্রতিষ্ঠাকাল হতে এ পর্যন্ত পাঁচ লক্ষাধিক যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণ দানের মাধমে আর্থিকভাবে সচ্ছল করেছে বলে উল্লেখ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply