ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সিলেটের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে।
বুধবার বিকেলে মহানগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরে কারখানা পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পটিআইনেন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, এজিএম-প্রোডাকশন সৈয়দ মনজুর রাশেদ, এক্সিকিউটিভ ফাইয়াজ আলীম চৌধুরী ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কারখানা পরিদর্শন শেষে ইইউ রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দল আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করে।
এ সময় প্রতিষ্ঠানের কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন এবং শ্রমআইন ও নীতিমালা অনুসরণ করে কারখানা পরিচালনার জন্য আলীম ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী বাংলাদেশে ইইউভুক্ত দেশ সমূহের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে জোরালো ভূমিকা রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রতি অনুরোধ জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply