সুনামগঞ্জ প্রতিনিধি : ইউনেস্কো পার্টিসিফেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় ইফোর্টস ফর রুরাল এডভান্সমেন্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সিভিল সার্জন ডা আশুতোষ দাস। সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম। সম্মানিত অতিথি ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী উদ্যোক্তা বিবি রাসেল ও ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক গিয়াস চৌধুরী।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, হাওর এলাকার মানুষের বিশেষ করে নারীদের ক্ষমতায়নে নকশীকাঁথা তৈরি ও বাজারজাত করতে পারলে সুফল পাওয়া যাবে।
Leave a Reply