ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ নভেম্বর সকাল ১১টায় সিলেট মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খানের সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাকিব আল মাহমুদ রিফাত। অতিথি ছিলেন সাবেক সিসিক কাউন্সিলর লেখিকা নাজনীন আক্তার কণা, আজকের সিলেট ডটকমের সহকারী সম্পাদক, রক্তদাতা মিজান মোহাম্মদ, লেখক ও নাট্যকর্মী প্রশান্ত লিটন, একাত্তর টিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, সমাজসেবক শফি আহমেদ পিপিএম, মাওলানা মুফতি জামিল আহমদ খান ও সমাজসেবক আবিদ হোসেন খান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন সামাজিক সংগঠনকে ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সদস্য রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply