ফয়ছল মনসুর, যুক্তরাজ্য : ইউকে বিডি টিভির উদ্যোগে বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর ভার্চুয়ালি এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক খায়রুল আলম লিংকনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড নূরুন নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম এ সালাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, নিউপোর্ট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শ্রাবন্তী বড়ুয়া। গান পরিবেশন করেন রুবাইয়া ফারজানা রেশমা।
প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ বলেন, জাতির পিতা একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন সোনারবাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, যা তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।
তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’য় ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি ড নূরুন নবী বলেন, একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে ‘নৌকা’য় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
Leave a Reply