ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হলো দ্বিতীয় বোয়িং ৭৩৭-৮০০। বৃহস্পতিবার সকালে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই বিমানটি অবতরণ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের বিমান বহরকে আরো শক্তিশালী করেছে।
দ্বিতীয় বোয়িং এয়ারক্রাফটটি যুক্ত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে এখন মোট পাঁচটি এয়ারক্রাফট। ১১ই নভেম্বর বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মাস্কাট ফ্লাইট পরিচালনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রথম ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
নতুন যুক্ত হওয়া বোয়িং-এ ৮টি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস সহ মোট ১৫৮টি আসন ব্যবস্থা রয়েছে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুট পরিচালনার জন্য বর্তমানে ৭৬ আসন বিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটে রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠার পর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স আঞ্চলিক রুট ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা সহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ১৭ হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে।
নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটির বিশেষত হচ্ছে যাত্রীদের সুবিধার্থে ৪টি ল্যাভাটরি রয়েছে, যাতে বেশি দূরবর্তী গন্তব্যের যাত্রীরা স্বাচ্ছন্দ অনুভব করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা ও গুয়াংজু সহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই ঢাকা-কাঠমুন্ডু রুটে সপ্তাহে তিনটির অধিক ফ্লাইট পরিচালনারও পরিকল্পনা তাদের রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে দ্বিতীয় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীন, নির্বাহী পরিচালক এম জি তৌহিদ, পরিচালক ফ্লাইট অপারেশন মাশিউল আজম ও পরিচালক ইঞ্জিনিয়ারিং ইমামুল মজিদ সহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply