ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন বোয়িং ৭৩৭-৮০০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশের এভিয়েশন শিল্পে স্মরণীয় হয়ে গেলো।
ইউএস বাংলার যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ঢাকা-কাঠমুণ্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে অভিষেক ঘটে। ১৫৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হওয়ায় অধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সহজ হবে।
ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা। ২০১৪ সালের ১৭ই জুলাই দ্রুতগতি সম্পন্ন দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে।
নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি এয়ারক্রাফট রয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িং এ ৮টি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস সহ মোট ১৫৮টি আসন ব্যবস্থা রয়েছে।
দুই বছরের অধিক সময়ে ইউএস বাংলা এয়ারলাইন্স আঞ্চলিক রুট ঢাকা-কাঠমুণ্ডু-ঢাকা সহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ১৬ হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে।
‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস বাংলার এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে এ মাসের শেষ সপ্তাহে ও ডিসেম্বরে মধ্যে আরো দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এয়ারক্রাফটগুলোর বিশেষত হচ্ছে যাত্রীদের সুবিধার্থে প্রতিটিতে ৪টি করে ল্যাভাটরি রয়েছে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা ও গুয়াংজু সহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শীঘ্রই ঢাকা-পারো-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
Leave a Reply