সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সাথে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
বুধবার সকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, জ্যেষ্ঠ সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সহ সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদ।
সাংবাদিক আব্দুল খালিক নবগঠিত এই সংগঠনের মূল লক্ষ্য-উদেশ্য তুলে ধরেন।
ইউএনও মিন্টু চৌধুরী বলেন, যুবকরাই আগামী দিনের কর্ণধার। দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের পাশাপাশি উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়।
Leave a Reply