মরমী কবি ও জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর জীবনী অবলম্বনে নাট্যকার মোস্তাক আহমেদ রচিত নাটক ‘হাসন রাজা’ দেশের গণ্ডি ছাড়িয়ে ইংল্যান্ড ও আমেরিকায় মঞ্চস্থ হতে যাচ্ছে।
থিয়েটার বাংলার (টক) প্রযোজনায় নাটকটির প্রিমিয়ার শো ১লা নভেম্বর ইংল্যান্ডের বার্মিংহাম ক্যানন হিল পার্কে লন্ডন সময় সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে।
‘হাসন রাজা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যনির্দেশক ইশরাত নিশাত। সহকারী নির্দেশনা ও সংগীত প্রয়োগে আছেন কথাকলি সিলেটের আমিরুল ইসলাম চৌধুরী বাবু। মঞ্চসজ্জা ও পোষাক পরিকল্পনায় বাংলাদেশের প্রাণ রায়।
‘হাসন রাজা’ প্রসঙ্গে নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, ‘বাংলার লৌকিক সমাজে রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী কিংবদন্তি হয়ে আছেন। এখনো তাকে ঘিরে নানা ধরনের জনশ্রুতি আছে আবহমান বাংলার লোকসমাজে। ভোগবিলাসের খোলস থেকে বেরিয়ে এসে এই সাধক কবি নিজেকে চিনিয়েছেন অন্যরূপে। তার সৃষ্টিকর্ম বাংলা লোকগানের পরিমণ্ডলকে দিয়েছে এক নতুন ধারার সন্ধান, করেছে সমৃদ্ধ। এটি একটি ঐতিহাসিক নাটক। এই নাটকের গতিপথ চিত্রিত করেছি মূলত ঐতিহাসিক পটভূমির আলোকে। পাশাপাশি, নাটকের গঠনশৈলী ও পটভূমির শরির পোক্ত করতে কোন কোন জায়গায় আমি প্রাসঙ্গিক নাটকীয়তার আশ্রয় নিয়েছি অথবা নাট্যমুহূর্ত খোঁজার চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’
বার্মিংহামে ‘হাসন রাজা’র প্রথম প্রদর্শনী শেষে লন্ডন ও ম্যানচেস্টারে আরো দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমেরিকার নিউইয়র্কে একটি প্রদর্শনীর কথাও জানালেন নাটকটির নির্দেশক নাট্যজন ইশরাত নিশাত।
Leave a Reply