ইংল্যান্ডের বাঙালি অধ্যুষিত লুটন সিটির নবনির্বাচিত মেয়র তাহির খান মঙ্গলবার দেশে আসছেন।
ঐ দিন সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
সংক্ষিপ্ত এই সফরে তিনি কয়েকটি মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
বাংলাদেশে জন্ম হলেও তাহির খানের বেড়ে উঠা ইংল্যান্ডের আলো বাতাসেই। ১৯৮৬ সালে মাত্র ১৯ বছর বয়সেই তিনি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। ১৯৮৮ সালে লুটন ইয়ুথ লীগের সভাপতির দায়িত্ব তুলে দেয়া হয় তার হাতে। এভাবেই ইংল্যান্ডে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে।
তাহির খান ইংল্যান্ডের স্থানীয় সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। জন্মভূমি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও তিনি অবদান রাখতে চান। সে লক্ষ্যেই সিলেট শহরের কুমারপাড়ায় গড়ে তুলেছেন বিশ্বমানের ব্যানিয়ান ব্রিটিশ স্কুল।
Leave a Reply