বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেছেন।
সোমবার বাদ মাগরিব তারা দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে খন্দকার আব্দুল মালিকের কবর জিয়ারত করেন।
এরপর স্থানীয় হাজী নকী আলী (র) জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খন্দকার আব্দুল মালিকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ।
জিয়ারত ও দোয়া মাহফিল শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকার দেশে আবার নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। তারা বিএনপিকে নির্বাচনে নিতে বিদেশে গিয়ে অনুরোধ করছে। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে আর কোন নির্বাচনে বিএনপি যাবেনা।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply