সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আর মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণ করছেনা।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে তখনকার সাড়ে সাতকোটি মানুষ স্বাধীন ভূখণ্ডের জন্যে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। ত্রিশলাখ ভাই শহীদ হয়েছিলেন আর দু’লাখ মাবোন ইজ্জত হারিয়েছিলেন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবেন। অথচ দেশে সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠেছে- জঙ্গীবাদ আস্তানা গড়ে তুলেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করা জরুরি; কিন্তু বিএনপি বা আওয়ামী লীগকে দিয়ে তা সম্ভব নয়।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা সিপিবির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন।
সুনামগঞ্জের হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে।
Leave a Reply