বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে বাঙালি জাতি শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়। আর এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বিশ্ববাসীকে বিস্মিত করছে।
সাধারণ সম্পাদক ডা আক্তার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এস এম জহুরুল ইসলাম, নাঈম কোরেশী পলাশ, হোসেন কবির, এম ইজাজুল হক ইজাজ, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুল ইসলাম লস্কর, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য কামাল আহমদ, শাহারুল ইসলাম মণ্ডল ও মঞ্জুর হোসেন।
Leave a Reply