নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আয়কর বিভাগে অন্তরঙ্গ পরিবেশ ও আয়কর দাতাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে কর অঞ্চল সিলেট আয়োজিত রাজস্ব সংলাপে সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই নির্দেশ দেন।
এনবিআর চেয়ারম্যান ঘোষণা করেন, এবার থেকে আয়কর দাতাদেরকে একটি বিশেষ কার্ড বা যানবাহনে ব্যবহারযোগ্য স্ট্রিকার দেয়া হবে। সিলেট থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে।
তিনি আয়কর ও ভ্যাট প্রদানে সিলেটের করদাতা ও ব্যবসায়ীদের প্রশংসা করেন।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ রাজস্ব সংলাপে সাধারণ ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকতারা অংশ নেন। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
রাজস্ব সংলাপে সিলেটের সাধারণ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, রাজস্ব কর্মকর্তারা অযৌক্তিকভাবে ভ্যাটের পরিমাণ নির্ধারণ করে দেন। হয়রানি করেন নানা ভাবে। প্রতিবাদ করলে মামলার হুমকি পর্যন্ত দেন।
এছাড়া আয়কর বিভাগে জনবল সংকটের কারণে যথাযথ সেবা পাওয়া যাচ্ছেনা বলেও তারা উল্লেখ করেন।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন সহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার আশ্বাস দেন।
রাজস্ব সংলাপে আরো বক্তব্য রাখেন, এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) এস এম আশফাক হুসেন, সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ প্রমুখ।
Leave a Reply