সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সময় মত আয়কর দিন, দেশ গড়তে শপথ নিন’ এবং ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আয়কর ক্যাম্প ২০১৭ মধ্যবাজার সুনামগঞ্জ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ কর অঞ্চলের সার্কেল ১৮র উদ্যোগে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই আয়কর ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেলা কর কমিশনার দাউদ হোসেনের সভাপতিত্বে ও কর পরিদর্শক সেলিম মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি খোশনূর আলী, হর্কাস সমবায় সমিতির সভাপতি নূরুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার মঞ্জুর আহমদ, নূরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, ব্যবসায়ী মহেশ্বর পাল, চন্দন প্রসাদ রায়, মোস্তাক আহমদ, আব্দুস সামাদ ও সুশান্ত রায়।
বক্তারা বলেন, জেলার ব্যবসায়ীরা নিয়মিত কর প্রদানে আগ্রহী থাকলেও তারা আয়কর অফিসে গিয়ে দালাল চক্রের হাতে পড়ে চরম ভোগান্তির শিকার হন।
Leave a Reply