সিলেটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি হানুর ইসলাম ইমনকে দেখতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট মহানগর নেতৃবৃন্দ।
বুধবার রাতে নেতৃবৃন্দ এ্যাপোলো হাসপাতালে যান, হানুর ইসলাম ইমনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
নেতৃবৃন্দ হানুর ইসলাম ইমনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য শামীমুর রহমান শামীম ও ওমর ফারুক শাফিন এবং সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
Leave a Reply