সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট মহানগরীতে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী শারদা স্মৃতি ভবন। অনেকদিন বন্ধ থাকার পর সংস্কার শেষে আবার খুলে দেওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন ছিল বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর বিকেল ৫টায়। আর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ছিল সম্মিলিত নাট্য পরিষদের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব; কিন্তু খুলে দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে কমপক্ষে ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন।
এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। করেন সমাবেশ। এতে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত দৃর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বলা হয়, না হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশে হামলার জন্যে সরাসরি কাউকে দায়ী করা না হলেও অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক দলের রোড মার্চে অংশগ্রহণকারীদের একটি অংশ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
হামলায় আহত নাট্য-সংগঠক হুমায়ুন কবির জুয়েলের ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে ঘটনার বিবরণ যেভাবে উঠে এসেছে তা হলো : বিকেল ৪টা ৪৫ মিনিট। অবিরাম বৃষ্টি। অধীর অপেক্ষা-কখন বৃষ্টি থামবে আর বদ্ধ দ্বার খুলবে-উন্মুক্ত হবে শারদা স্মৃতি ভবন। শিশু ও ছেলে-মেয়েসহ নবীন প্রবীণ সংস্কৃতিকর্মীদের নাটকের মহড়া, গান-বাজনা ও নৃত্য-আবৃত্তিতে মুখরিত ‘সারদা হল’ প্রাঙ্গণ। অতর্কিত মহড়াকক্ষের ভেতর থেকে চিৎকার-আক্রমণের আওয়াজ। খেয়াল করলাম আগে থেকে বারান্দায় অবস্থান করা ৩০/৪০ জন তরুণ দৌড়ে কক্ষে প্রবেশ করছে (যারা বৃষ্টির কারণে বারান্দায় অবস্থান করছে ভেবেছিলাম) এবং কাকে যেন মারছে। আমি আর বিভাস শ্যাম যাদন দা’ বাইরে ছিলাম। দৌড়ে ভেতরে গেলাম। হতবাক হয়ে দেখলাম, মহড়াকক্ষের ভেতরেই সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো আব্দুল কাইয়ুম মুকুল ও নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবুর উপর আক্রমণকারীরা নির্দয়ভাবে হামলে পড়েছে। এই কক্ষেই ছিলেন নাট্য পরিষদের সহসভাপতি জয়া দেব ও নাট্যজন উত্তম রতন। তারাও রেহাই পাননি। মুকুল ভাই রক্তাক্ত। বাবু হাতে আঘাতপ্রাপ্ত। আমিও পড়লাম হায়েনাদের মুখে। দৌড়ে ঢুকলেন যাদন দা’। আমাদের চার জনের সম্মিলিত প্রতিরোধে হামলাকারীরা গেইটের বাইরে চলে যায়; কিন্তু মিনিট খানেকের ভেতরেই আগে থেকে বাইরে অবস্থান করা সন্ত্রাসীদের সহযোগিতায় পুনরায় আমাদের উপর আক্রমণ করে। এ যাত্রা আমাকে পিটিয়েছে আয়েশ করে।
খবর পেয়ে মহড়ারত নাট্যকর্মীদের নিয়ে পাগলের মতো ছুটে আসেন নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত। ইতোমধ্যে অন্যান্য সংস্কৃতিকর্মীও জানবাজি রেখে দৌড়ে আসেন আমাদের পাশে। রজত যেন ক্ষ্যাপা বাঘ! আমরা সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলি। সন্ত্রাসীরা কিছু দূরে গিয়ে আমাদের উপর ইট-পাটকেল ছুঁড়তে ছুঁড়তে আবারও এগিয়ে আসে। আমরা পিছু না হটে আহত হতে হতে সামনের দিকে এগুতে থাকি। এক পর্যায়ে হামলাকারীরা পিছিয়ে গিয়ে সুরমা মার্কেটের সামনে অবস্থান নিয়ে সংগঠিত হতে থাকে। তারা সংখ্যায় অন্তত ১০০ জন বা অধিক ছিল। আরও বেশি সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে বড় বড় ইট-পাথর বৃষ্টির মতো ছুঁড়তে ছুঁড়তে আমাদের দিকে এগুতে থাকে। মুকুল ভাই, যাদন দা’, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন দা‘, খোয়াজ রহিম সবুজ ভাই, রজত, বাবু, রঞ্জিত, রামানুজ ও আমিসহ আমাদের ছোট বড় প্রায় সকল নাট্যকর্মী আহত-রক্তাক্ত। তবু পিছু হটে আসেনি কেউ। আমাদের সম্মিলিত প্রতিরোধে একসময় সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
তাদের ইট-পাথর আর লাঠিসোটার বিপরীতে আমাদের ছিল কেবল সম্মিলিত সাহস, বুকে বল এবং আপন সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা। তাই আমরা মঞ্চে ফিরে এসে ঠিকই নাটক করি।
Leave a Reply