ভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ আসাম বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সম্মেলেন সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত এ সম্মেলনে প্রণবকান্তি দেব তার গবেষণাপত্র উপস্থাপন করেন।
তার গবেষণাপত্রের শিরোনাম ছিলো ‘এথনিক ক্ল্যাশেস অ্যান্ড এক্সিজেনসিস অব আইডেন্টিটি ইন দ্যা পয়েন্ট অব রিটার্ন’। এতে প্রণবকান্তি দেব প্রখ্যাত উপন্যাসিক সিদ্ধার্থ দেবের ‘দ্যা পয়েন্ট অব রিটার্ন’ উপন্যাস অবলম্বনে দেশভাগের ফলে উত্তর-পূর্ব ভারতের আসাম প্রদেশে পাড়ি দেয়া বাংলাদেশীদের জীবন, সংগ্রাম, বঞ্চনা এবং নিজেদের পরিচয় সংকটের নানাদিক তুলে ধরেন। পরে তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড আব্দুল রাজ্জাক টি।
Leave a Reply