নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের উপর হামলামামলার প্রধান আসামিসহ অভিযুক্ত সকলকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে গ্রেফতার করা না হলে বহির্বিভাগ সহ হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।
বুধবার দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিয়ে দু’দিন ধরে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
এ সময় আন্দোলনকারীরা আরও ঘোষণা করেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে ক্লাস ও পরীক্ষা বর্জন। অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সকল আন্দোলন কর্মসূচি চলবে।
সোমবার রাতে দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় দু’টি মামলা দায়ের হয়। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
এদিকে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের হামলার পর চিকিৎসকদের ধর্মঘটের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার ঘটনা উদ্বেগজনক। চিকিৎসাসেবা দুর্নীতি আর আওয়ামী দলীয়করণের কারণে এমনিতেই বিপর্যস্ত তার উপর সিলেটে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে সরকারের চরম অব্যবস্থাপনা আর দলীয় সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে ভেঙ্গে পড়েছে সিলেটের স্বাস্থ্যসেবা। গত কয়েকদিন থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্মরত চিকিৎসকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের কোটি মানুষ এখন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের আসামি হওয়ার ঘটনা প্রমাণ করে তাদের কারণে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে চলমান সংকট নিরসন করে সিলেটবাসীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply