নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভাষা সৈনিক কমরেড আসাদ্দর আলীর ২৯তম স্মরণসভার বক্তারা বলেছেন, আসাদ্দর আলী ছিলেন সত্যিকারের দেশ প্রেমিক এবং গরিব-দুঃখী-মেহনতি মানুষের বিপ্লবী নেতা। ছিলেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশবরণ্যে রাজনীতিবিদ। এমন রাজনীতিবিদের অভাবেই দেশ এখন রাজনৈতিক সংকটে রয়েছে।
শনিবার বিকেলে সাম্যবাদী দল জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সভাপতি কমরেড এম এ গনি। জেলা সম্পাদক ও কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া, ন্যাপের ভারপ্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, সাম্যবাদী দলের হবিগঞ্জ জেলা নেতা আব্দুল কুদ্দুছ খান, জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী ও মহানগর জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
Leave a Reply