এনা, নিউইয়র্ক : ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন। আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা এই মজলুম জননেতা। তিনি বুঝেছিলেন, পশ্চিম পাকিস্তানিদের সাথে আর থাকা হবে না। তাই ১৯৫৭ সালে ‘আসসালামু আলাইকুম’ বলে স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন।
রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে মাওলানা ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ও ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট কলামিস্ট দেওয়ান শামসুল আরেফীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী ইমাম শিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত সহচর মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাদেক হোসেন খোকা ও অধ্যাপক আবিদ বাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানার প্রেসিডেন্ট ও সিওও সাঈদ-উর-রব, সাংবাদিক মনজুর আহমেদ চৌধুরী, ভাসানী ফাউন্ডেশনের সহ সভাপতি মঈনুদ্দীন নাসের, রীটা রহমান, অ্যাডভোকেট ওহিদুর রহমান, সাবেক সচিব দেওয়ান শামসুর রহমান, অ্যাডভোকেট মনির আহমেদ, সংগঠনের নব নির্বাচিত সভাপতি সৈয়দ টিপু সুলতান, প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম আজাদ, আতিকুর রহমান সালু, কাজী ফৌজিয়া, আজহারুল হক মিলন, সাহান সাহা প্রমুখ।
মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং নিষ্ঠুর বাস্তবতায় আরেকবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাঙালি জাতি তার কাছ থেকে যতটুকু পেয়েছে তা পুঁজি করেই আমাদের চলতে হবে। তিনি বারবার বিশ্বাসঘাকতার শিকার হয়েছেন।
অধ্যাপক আবিদ বাহার বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন হচ্ছে ৬৫ বছরের। তার এই দীর্ঘ দিনের রাজনীতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
Leave a Reply