তরুণ মডেল-অভিনেতা সাদেকুর রহমান জবরুলের প্রথম মিউজিক ভিডিও ‘তুমি ছাড়া’ আসছে। গানের শিরোনামে কণ্ঠ দিয়েছেন এ এইচ শিহান। রনি হোসাইনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সালমান বিন আকরাম চৌধুরী। এটি সান-সাইন ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে। এই ভিডিওতে সহ শিল্পী ছিলেন মডেল টুম্পা জামান।
এ প্রসঙ্গে মডেল-অভিনেতা সাদিকুর রহমান জবরুল বলেন, চমৎকার একটি গল্পকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। চলতি মাসেই ইউটিউব সহ কয়েকটি বেসরকারি চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। আশা করছি সবার ভালো লাগবে।
Leave a Reply