সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নে সন্তুষ্ট হয়েই দেশের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে।
তিনি আরো বলেছেন, আগামীতেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শিক্ষাসহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হবে।
সোমবার সকালে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন ‘রজত জয়ন্তী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আবদুস শহিদ বাদশা মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক কাওছার উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক আমির আলী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন সহ অন্যরা।
Leave a Reply