নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ করোনা আক্রান্ত হয়েছেন।
প্রায় ৩দিন ধরে তার জ্বর অনুভূত হচ্ছিল। এক পর্যায়ে শরীরে ব্যথা শুরু হলে তিনি নমুনা পরীক্ষার জন্যে দেন। মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকরা তাকে বাসায় থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ জানান, আশফাক আহমদের শারীরিক অবস্থা ভাল আছে।
তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের দৈনিক করোনা সংক্রান্ত কোয়ারেন্টাইন ও অইসোলেশন প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৯৬ জনের নমুনা পরীক্ষায় অপর ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ। এই সময়ে ৬ জন সুস্থ হয়েছেন।
তবে বিভাগের অন্য ৩ জেলায় কোন নমুনা পরীক্ষা হয়নি।
Leave a Reply