জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বর্তমানে ইসলাম ও মুসলমানদের উপর একের পর এক আঘাত আসছে। এসব আঘাত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এক শ্রেণির নাস্তিক-মুর্তাদ ও উদ্রবাদী ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে।
তিনি আরো বলেছেন, আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার তিনি সিলেট পৌঁছলে দলের জেলা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজিজ, অধ্যাপক ফরিদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুফতি এবাদুর রহমান প্রমুখ।
Leave a Reply