নিজস্ব প্রতিবেদক : সিলেট এখন শোকের চাদরে ঢাকা। শুক্রবার মধ্যরাত থেকে গোমরে কাঁদছে সুরমাপারের প্রতিটি মন-প্রতিটি প্রাণ। এইতো কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হওয়াসহ দু’বছরের ঘরবন্দি জীবন থেকে মুক্ত হয়েই নাড়ির টানে ছুটে এসেছিলেন প্রিয় জন্মস্থানে। সিলেটবাসী কামনা করেছিলেন তার শতায়ু। প্রতিউত্তরে তিনি শুভাকাঙ্ক্ষীদের উপহার গিয়েছিলেন প্রাণখোলা সেই পরিচিত হাসি; কিন্তু কালব্যাধি তাকে শতবর্ষ স্পর্শ করতে দিলোনা।
আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান শোকবার্তায় বলেছেন, বৃহত্তর সিলেটের অভিভাবক, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হলো।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার শোকবার্তায় বলেছেন, ‘তিনি ছিলেন বাংলাদেশ তথা সিলেটের উন্নয়নের অন্যতম রূপকার, আমার অভিভাবকতুল্য দীর্ঘদিনের সহকর্মী ও অগ্রজ। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এক শোকবার্তায় আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শোকবার্তায় সংগঠনের সভাপতিমণ্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ কামনা করেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় সংগঠনের সভাপতি আফজাল রশীদ চৌধুরী উল্লেখ করেন, আবুল মাল আবদুল মুহিতের হাত ধরেই সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষে সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক বার্তায় আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় এই বীর মুক্তিযোদ্ধাকে সিলেটে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের অভিভাবক বলে অভিহিত করা হয়।
Leave a Reply