হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খ্যাতিমান চিকিৎসক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডা কুটিশ্বর দাশ (কুটিশ্বর বাবু) ১৯২৪ সালে তখনকার নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট সমাজসেবক ভগবান দাশ ও মাতা সুরধনী দাশ।
সেই সময়ে ‘বাবুরবাড়ী’ নামে খ্যাত তাদের পরিবারটি ছিল শিক্ষা, সংস্কৃতি, যশ ও খ্যাতিতে এই অঞ্চলের বিখ্যাত পরিবারগুলোর মধ্যে অন্যতম। তিনি নবীগঞ্জ দরবার পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন নবীগঞ্জ জে কে উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে ১৯৪৩ সালে কৃতিত্বের সঙ্গে এন্ট্রাস ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে ১৯৪৫ সালে আইএ পাশ করেন।
জীবনাচারে তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সজ্জন, সংস্কৃতমনা ও অহিংসবাদী। সততা, পরোপকারিতা, দেশপ্রেম, সুদক্ষ বিচারবুদ্ধি ও মানবতাবোধ ছিল তার চারিত্রিক গুণাবলী বিশেষ দিক। ব্যক্তিত্বের বিশালতা, জ্ঞানের গভীরতা, মার্জিত ব্যবহার ও অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ ব্যক্তি হিসেবে সবাই তাকে মান্য করতো। জীবদ্দশায়ই হয়ে উঠেছিলেন প্রতিষ্ঠান। পড়াশোনার পাঠ চুকিয়ে কোন সরকারি-বেসরকারি চাকরির সন্ধান না করে পৈত্রিক বিষয়সম্পত্তি রক্ষণবেক্ষণের পাশাপাশি সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রয়াসে ১৯৫১ সালে শিক্ষকতার মতো মহান পেশাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। যোগদান করেন নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। শিক্ষকতায় প্রবেশ করেই তিনি মেধা ও প্রজ্ঞা দ্বারা শিক্ষাঙ্গনের সকলের প্রিয় হয়ে উঠেন। অর্জন করেন অভিভাবক মহলের শ্রদ্ধা। অনেক গরিব ও মেধাবী ছাত্রকে নিজস্ব অর্থায়নে লেখাপড়া করিয়েছেন, যারা পরবর্তী সময়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।
একসময়ে তিনি সমাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে ১৯৫৪ সালে শিক্ষকতা থেকে অকালীন অবসর গ্রহণ করেন। ব্যক্তি ও রাজনৈতিক জীবনে তিনি কথার মূল্য বা প্রতিশ্রুতি রক্ষা করে চলতেন।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে হক-ভাসানী-সোহরাওয়ার্দীর নেতৃত্বে তিনি যুক্তফ্রন্টের পক্ষে তৃণমূলে ব্যাপক কাজ করেন। ১৯৬০ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিডি নির্বাচন চালু করলে তিনি ১৯৬০ সালে বিডি মেম্বার ও ১৯৬৭ সালে করগাঁও ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়নের প্রধান ব্যক্তি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন জননেতা কুটিশ্বর দাশ।
১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অগ্রগণ্য। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সীমান্তে শরণার্থীদের খাদ্য ও ঔষধসহ প্রয়োজনীয় চাহিদা পূরণে শুরু করেন ত্রাণ কার্যক্রম। পাশাপাশি যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন।
স্বাধীন দেশে ফিরেই তিনি ইউনিয়নের রাজকার ও দুর্বৃত্তদের দ্বারা লুণ্ঠিত মালামাল ফেরত আনতে ও পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখেন। যুদ্ধবিধস্ত গ্রামবাংলা পুনর্গঠনে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেন।
১৯৯৫ সালের ৪ এপ্রিল পরলোকগমন করেন মহৎ ও প্রজ্ঞাবান এ ব্যক্তিত্ব। তার স্মরণে নবীগঞ্জের সাহিত্য-সংস্কৃতি কর্মীরা ২০১১ সালের ১১ নভেম্বর গঠন করেন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’, যা নবীগঞ্জের একটি শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
Leave a Reply