NATIONAL
Importance should be given to artificial insemination in fish production : Director General of Fisheries Department
সংবাদ সংক্ষেপ
মৌলভীবাজারে জেলা প্রশাসন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন || বাজেট ৮ কোটি টাকা সিলেটে অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ শনিবার সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না : সিলেটে বিএনপি মহাসচিব জনসাধারণের জন্য কল্যাণমূলক ওএমএস কার্যক্রম শুরু করেছে সরকার : বিভাগীয় কমিশনার মার্সিয়া-মাতম ও তাজিয়া মিছিলে কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়িতে পবিত্র আশুরা পালিত গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলা বিএনপির বিশেষ অনুষ্ঠান কাল || প্রধান অতিথি মহাসচিব সুনামগঞ্জে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আসাদ তালুকদার সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব দিরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক বিজয়ী আবৃত্তিকার সোহম দাসের সংবর্ধনা সিলেট আসছেন বিএনপি মহাসচিব || সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা জুলাই-আগস্ট আন্দোলনের ইতিহাস বাঁচিয়ে রাখতে সিকৃবিতে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন ডা জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জে মহিলা দলের মেডিক্যাল ক্যাম্প হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সুশাসন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার : ড মো আলিমুল ইসলাম

আর ভূমি অফিসে হয়রানির শিকার হওয়া নয় : সেবা মিলবে ঘরে বসে

  • রবিবার, ২২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ভূমি অফিসে গিয়ে যাতে আর কখনও কাউকে হয়রানির শিকার হতে না হয় সেজন্যেই সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে এসেছে।
রবিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো খলিলুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ জাকারিয়া ও সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান সহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বিভাগীয় কমিশনার বলেন, ভূমিতে জন্ম ভূমিতে মৃত্যু। তাই ভূমির সঙ্গে প্রতিটি পরিবারের-প্রতিটি মানুষের এত গভীর সম্পর্ক। অথচ এই ভূমি নিয়েই যত জটিলতা, অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও কালক্ষেপণ; কিন্তু এসব আর থাকছেনা। এখন আর ভূমি অফিসে বা রেকর্ড রুমে ধর্ণা না দিলেও চলবে। একটি আইডি খুলে আর পাসওয়ার্ড দিয়ে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ ও খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ সহ সকল কাজ সম্পন্ন করা যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি ব্যবস্থাপনাকে সহজীকরণে উদ্যোগ গ্রহণ করে, যাতে মাঠ পর্যায়ে চলতে থাকা অনিয়ম দূর, জটিলতার নিরসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
বিভাগীয় কমিশনার জানান, সিলেট বিভাগের আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী ২৫ লাখ ৮১ হাজার ৭০১ অর্থাৎ ৯০ শতাংশ হোল্ডিং ডিজিটাল পদ্ধতির আওতায় চলে এসেছে।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, প্রতিটি ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সহজেই সেবা পাওয়া যায়। প্রতিটি ইউনিয়ন কেন্দ্র থেকে ২০০ ধরনের সেবা দেওয়া হয়।
তিনি আরও জানান, ভূমি সেবা সপ্তাহে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত বুথ থেকে এলও ক্ষতিপূরণের টাকা ও পরচা অল্পসময়েই দেওয়া হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো খলিলুর রহমান ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় যেসব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরে সবাইকে এই সুবিধা গ্রহণের আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ভূমি ব্যবস্থাপনায় এই সুফলকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও একধাপ অগ্রগতি বলে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন, এর ফলে মানুষের হয়রানি বন্ধ হবে।
সংবাদ সম্মেলনের আগে বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ভূমি সেবা বুথ উদ্বোধন ও পরিদর্শন করেন।
পরে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest