নিজস্ব প্রতিবেদক : আর প্রতিশ্রুতি না দিয়ে বৃহত্তর সিলেট অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি সহ নদী খনন ও নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি আবারও মানববন্ধন করেছে।
এবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে সুরমা নদীর ভাঙন কবলিত টুকেরবাজারে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, টুকেরবাজার এলাকা নদী ও খাল-নালা কেন্দ্রিক হওয়ায় সহজে বন্যার পানি বাসাবাড়িতে ঢুকে পড়ে ও ফসলহানির মতো ঘটনা ঘটে। ফলে কৃষক, জেলে ও ব্যবসায়ী পরিবারগুলোর দুর্ভোগের শেষ নেই। নদী ভাঙ্গনে অনেক গ্রাম, বাড়িঘর, মসজিদ, মাদরাসা, স্কুল ও কৃষি জমি বিলীন হয়েছে; কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা কোন সরকারি সাহায্য-সহযোগিতা পায়নি।
মানববন্ধন থেকে সিলেটের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে ও ব্যবসায়ী সম্প্রদায়কে সহজ শর্তে সরকারি ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়ার আহবান জানানো হয়।
এছাড়া সিলেটের বিভিন্ন এলাকায় অবিলম্বে সুরমা ও কুশিয়ারা নদী খনন এবং নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ডা হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জাদুশিল্পী বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, অন্যতম নেতা রিয়াজ উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবক জুনায়েদ আহমদ, টুকেরবাজার রশিদিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা উসমান গনি, জৈন্তাপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফয়সল আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা এ এম শিহাব উদ্দিন, টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালেক, টুকেরবাজার কমিটির সেক্রেটারি নেফাজ আহমদ প্রমুখ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply