হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরবেষ্টিত পৈলারকান্দি গ্রামবাসী আর কখনো দাঙ্গায় না জড়ানোর শপথ নিয়েছেন।
শনিবার বিকেলে পৈলারকান্দি বাজারে আয়োজিত এক সভায় গ্রামবাসী স্বেচ্ছায় তাদের কাছে থাকা সকল প্রকার দেশীয় অস্ত্র জমা দিয়ে এ শপথ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম। বানিয়াচং থানার ওসি রঞ্জন সামান্তর সভাপতিত্বে ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মানসুরা আক্তার, সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী, সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্তী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, অ্যাডভোকেট আশরাদ মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ধনু মিয়া।
পরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার ব্যক্তিগত উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply