নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ সমাজে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
তিনি আরও বলেছেন, তথ্য না জানার কারণে সাধারণ মানুষ নানা ধরনের বিভ্রান্তির শিকার হয়। ক্ষতিগ্রস্তও হয়ে থাকে। তাই আর তথ্য গোপন নয়-তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
সিলেটের সরকারি ওয়েবপোটাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন। আলোচনায় অংশ নেন, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক, মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্ট হাসিনা বেগম চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ ও সাংগঠনিক সম্পাদক হেনা মমো।
Leave a Reply