নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রত্যাশা করেছেন, আর কাউকে যেন এমন নৃশংসতার শিকার হতে না হয়।
মামলার রায়ে বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে খাদিজা আক্তার নার্গিস এই রায়ের জন্যে আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও গণমাধ্যম কর্মীদের কাছে।
খাদিজা আক্তার নার্গিস তার নিরাপত্তার জন্যে প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তার সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশের ইচ্ছেও প্রকাশ করেছেন।
খাদিজার মা মনোয়ারা বেগমও মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং মেয়ের জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply