কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আনসার সেবা পদকপ্রাপ্ত মো রুহুল আমিন সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, বন্যাজনিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং মোবাইল সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসব প্রশিক্ষণে কুড়িগ্রামের সকল উপজেলা হতে সর্বমোট ২১৪ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন।
পরিদর্শনকালে সাংসদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, আর্থসামাজিক উন্নয়নে দেশের সর্বত্র আনসার ও ভিডিপি সদস্যগণ নীরবে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাষ চন্দ্র, উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো সোলায়মান হোসেন, উপজেলা প্রশিক্ষক মো জিয়াউর রহমান, উপজেলা প্রশিক্ষণ মো মাইদুল ইসলাম মুরাদ ও কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দফতরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
Leave a Reply