সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, আর্তপীড়িত মানুষের কল্যাণ সাধন করা সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ৩০তম অভিষেক ও ১৫০০তম নিয়মিত সাপ্তাহিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গীতিআরা সাফিয়া চৌধুরী আরো বলেন, মানবতার কল্যাণে রোটারি ক্লাবগুলো বিশ্বব্যাপী কর্মতৎপরতার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মো আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ৩০তম অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি অধ্যাপক মো শাখাওয়াত হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ানডা মঞ্জুরুল হক চৌধুরী, নর্থ ইস্ট এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ লতিফ ও রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) রোটারিয়ান দিল নাসীন মহসিন ও ডিস্ট্রিক্ট গভর্নর (নমিনি রোটারিয়ান অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর রোটারিয়ান মো ফারুক আহমেদ, এ্যাসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান মো সেলিম খান, সাংবাদিক আফতাব চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।
এছাড়া সাংগঠনিক প্রতিবেদন পেশ করে বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান মো আতিকুর রেজা চৌধুরী। রোটারি ইনভোকেশন পাঠ করেন, রোটারিয়ান পিপি মো জামাল উদ্দিন। দি মিডটাউন স্মরণিকার মোড়ক উম্মোচন করেন রোটারিয়ান বিধু ভূষণ চক্রবর্তী। প্রধান অতিথির বায়োগ্রাফি পাঠ করেন, রোটারিয়ান পিপি মো দেলোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন, রোটারিয়ান পিপি অধ্যাপক মো আশিকুজ্জামান। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মো আলমগীর হোসেনের নিকট প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মো সিরাজ উদ্দিন। নবাগত সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ জাকির আলীর নিকট ক্লাব চার্টার্ড হস্তান্তর করেন বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান মো আতিকুর রেজা চৌধুরী। উপস্থিত রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ।
Leave a Reply