সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশে আরিফুল হক চৌধুরীর সিলেট সিটি করপোরেশন-সিসিকের মেয়র পদ ফিরে পাওয়ার ৩ দিন পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সকল বিভাগে আদেশের অনুলিপি পৌঁছানো হয়েছে।
একই সাথে মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাক্ষরিত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট বিভাগগুলোতে পত্র পাঠানো হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের কাছে হাইকোর্টের আদেশের অনুলিপি ও মেয়রের দায়িত্ব পালনে সহযোগিতার চিঠি প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট সকল বিভাগ তা লিখিতভাবে গ্রহণ করে বলে আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply