সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সাক্ষাতকালে তাদের মধ্যে পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন কর্মসূচি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সারাহ কুক সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা করেন।
সিলেটের পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প নিয়ে মেয়র ও রাষ্ট্রদূত আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন দুই দেশের সিস্টার সিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক সহ সিসিকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply