আরটিএম আল কবির টেকনিকাল ইউনিভার্সিটির দ্বিতীয় সিন্ডিকেট সভা বৃহস্পতিবার সকালে বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড মো নাজমুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির, ম্যানেজিং ট্রাস্টি ড আহমদ আল ওয়ালী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্রীকান্ত কুমার চন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর ড মোসাদ্দেক আহমদ চৌধুরী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড তোফায়েল আহমদ, ফ্যাকাল্টি অব এপ্লাইড হেলথ এন্ড নিউট্রেশনের বিভাগীয় প্রধান ড মো নজরুল ইসলাম ও মাইশা কবির। এছাড়াও ফ্যাকাল্টি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার অনুষ্ঠিত আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভায় একাডেমিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট মঙ্গলবার আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। এতে উপস্থিত থাকার জন্য ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল সকল ছাত্র ছাত্রীকে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply