সিলেটে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ২০২২ সালের সামার সেমিস্টারে তিন দিনব্যাপী ভর্তি মেলা আগামী ২৩, ২৪ ও ২৫ জুলাই মহানগরীর পূর্ব শাহী ঈদগায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির অধীনে ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও ফ্যাশন ডিজাইন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিশেষ সুযোগ দেওয়া হবে।
সিলেটের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনায় স্পট এডমিশনে মোট খরচের ৫০% ছাড়সহ ভর্তি ফিতেও অর্ধেক ছাড়ের সুবিধা থাকছে।
গ্রুপ এডমিশনে বিশেষ ছাড়সহ মুক্তিযোদ্ধা সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিগত এডমিশন ফেয়ারের র্যাফেল-ড্রর পুরস্কার হিসেবে ল্যাপটপ ও স্মার্টফোনসহ বিভিন্ন পুরস্কার বিজয়ী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে।
এবারের ভর্তি মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র্যাফেল-ড্রর মাধ্যমে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আইসিটি গ্যাজেটের আকর্ষণীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ নাজমুল হক ভাইস চ্যান্সেলর হিসেবে ও সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম ট্রেজারার হিসেবে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি পরিচালনায় দায়িত্ব পালন করছেন।
ভর্তি মেলা চলাকালীন ছাত্র-ছাত্রী-অভিভাবকগণকে ১০ তলা বিশিষ্ট সুবিশাল বিশ্ববিদ্যালয় ভবন, সুবিন্যস্ত লাইব্রেরি, সমৃদ্ধ কম্পিউটার ল্যাবরেটরি সহ অন্যান্য ল্যাবরেটরি, মেডিক্যাল সেন্টার ও সুবিশাল অডিটোরিয়াম পরিদর্শনের জন্য আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির পক্ষে ভর্তি মেলার আহবায়ক মাজেদ আহমেদ চঞ্চল অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply