আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কোডিং ক্লাবের উদ্বোধন ও ‘আউটসোর্সিং গাইডলাইন ফর আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস’ শীর্ষক সেমিনার সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল আওয়াল আনসারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মো নাজমুল হক।
প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও আত্ম-উন্নয়নে আউটসোর্সিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি, সফলতা বা লক্ষ্যে পৌঁছানোর ধাপই হচ্ছে আত্ম-উন্নয়ন।
তিনি শিক্ষার্থীদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে মনযোগ সহকারে লেখাপড়ার আহবান জানান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড তোফায়েল আহমদ। বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মো মাজেদ আহমদ, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো মাহমুদুল আলম মিয়া।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, সিলেট আইটি একডেমির ডিরেক্টর ও ফ্রি-ল্যান্সার নাজমুল হক। এছাড়া সকল বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কোডিং ক্লাবের উদ্বোধন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply