সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত চতুর্থ আরকুমনগর ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে বাইপাসের যমুনা অটো ইঞ্জিনিয়ারিং চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় যমুনা অটো ইঞ্জিনিয়ারিং ১-০ গোলে একই এলাকার রুহুল আমিন ও জুনাইদ দুই ভাই দলকে পরাজিত করে।
দলের পক্ষে একমাত্র গোলটি করেন, সুয়েব। চ্যাম্পিয়ন দলে আরো ছিলেন, অনিক, সজিব ও সাব্বির। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন ফুয়াদ। রানার্সআপ দলে ছিলেন, রুহেল, আবেদ, সুজন ও মিজু।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। এছাড়াও এলাকার মুরব্বি হাবিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply