হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর লাল-সবুজ যুব সংঘের উদ্যোগে আমড়াখাইর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমেষ চন্দ্র দাশকে বৃহস্পতিবার সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
একই অনুষ্ঠানে এ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমড়াখাইর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, লাল-সবুজ যুব সংঘের সভাপতি সাহেদ আহমেদ, সহ সভাপতি মুস্তাকিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহ সম্পাদক মুক্তাদির আহমদ ও প্রচার সম্পাদক সাদুল ইসলাম সহ অন্যরা।
Leave a Reply