‘সুস্থ দেহ সুস্থ মন-খেলাধুলা প্রয়োজন’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি/৯ মাঘ) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক প্রফেসর ড সৈয়দ মোয়াজ্জম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিষদের সমন্বয়কারী সিনিয়র প্রভাষক তামান্না রহমান।
প্রধান অতিথি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন করে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি