সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র রমজান সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে থাকে। এই মাসে বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসামূলক মামলায় গৃহবন্দি রয়েছেন, যা জাতির জন্য দুঃখজনক। তবু জিয়ার সৈনিকেরা আর্তমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।
মঙ্গলবার বিকেলে মহানগরীর আম্বরখানা এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের মাঝে ইফতারি ও ঈদ উপহার বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া ও সাধারণ সম্পাদক লিটন আহমদ, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, কামাল আহমদ, নজির হোসেন, কয়েস আহমদ সাগর, মানিক মিয়া, মনির মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন, এ কে এম শাহজাহান, সেলিম আহমদ, কামরুজ্জামান দীপু প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply