শাল্লা প্রতিনিধি : আমেরিকার ওয়েস্টার্ন রিজার্ভ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা রাধারমণ বৈষ্ণবের উদ্যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভেড়াডহর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদেরকে ডা দেব প্রসাদ বৈষ্ণবের সার্বিক পরিচালনায় চিকিৎসাসেবা দেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের ডা আবুল কালাম চৌধুরী সহ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া রোগীদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।
ডা রাধারমণ বৈষ্ণবের জন্ম ভেড়াডহর গ্রামে। প্রায় ৫০ বছর আগে এমবিবিএস পাস করে তিনি সরকারি বৃত্তি নিয়ে আমেরিকা যান। গত ২১ ডিসেম্বর পরিবারের সদস্যদের নিয়ে জন্মস্থান দেখতে আসেন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের ডা আবুল কালাম চৌধুরী উদ্যোগটির প্রশংসা করেন।
Leave a Reply