এনা, নিউইয়র্ক : আমেরিকায় জ্যামাইকায় আবারো সন্ত্রাসীদের হামলায় দুই বাংলাদেশী যুবক আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও কুইন্স বুলেবার্ডে স্প্যানিশদের হামলায় আলমগীর হুসেইন ও আলাউদ্দিন হুসেইন আহত হন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় তারা ঐ এলাকায় গিয়েছিলেন নিজেদের কর্মস্থলে। পাশে একটি গাড়ির ওয়াশিং দোকানের সামনের অংশে লিগ্যাল পাকিংয়ে তারা গাড়ি রাখেন। গাড়ি রেখে কিছু দূর যাবার পর একজন দেখতে পান, তাদের গাড়ির চাকার পাম্প ছেড়ে দিয়েছে ঐ ওয়াশিং দোকানের একজন স্প্যানিশ কর্মচারী। এই অবস্থায় তার ফিরে আসেন এবং চাকার বাতাস ছেড়ে দেয়ার কারণ জানতে চান।
এতে ক্ষেপে গিয়ে দোকানের কয়েক জন স্প্যানিশ কর্মচারী রড় ও লোহার চেইন দিয়ে তাদের উপর হামলা চালায়। তাদেরকে কুইন্সের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার প্রতিবাদে কুইন্সের হিলসাইডের উপরে ব্যারিউডে রবিবার সন্ধ্যা ৭টায় একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার ও ফখরুল ইসলাম দেলোয়ার সহ ওজন পার্কের কম্যুনিটি নেতারা বক্তৃতা করেন।
কুইন্সের ওজন পার্কের বাসিন্দা আলমগীর হুসেন ও আলাউদ্দিন হুসেইনের বাড়ি বাংলাদেশের মৌলভী বাজারে।
Leave a Reply