এনা, নিউইয়র্ক : আমেরিকায় বাংলাদেশী এক গৃহবধূকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টার অভিযোগে ট্যাক্সি চালক মোহাম্মদ খালেককে পুলিশ গ্রেফতার করেছে।
বাংলাদেশী কমিউনিটিতে তিনি ইঞ্জিনিয়ার খালেক নামে পরিচিত। প্রবাসে বাংলাদেশী কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা বলেও ৪৭ বছর বয়সী এই ব্যক্তির ব্যাপক পরিচিতি রয়েছে।
নিউইয়র্কের মূলধারার গণমাধ্যমকে ঐ গৃহবধূ জানান, ‘৭ এপ্রিল ব্রঙ্কসে একটি দোকানে কাজ করছিলাম। আগে থেকেই মোহাম্মদ খালেক আমার পরিচিত। কারণ তিনি আমাদের বাসার উপরের তলায় থাকেন। আমার কাজ শেষে ব্রঙ্কসের বাসায় যাওয়ার জন্য স্টোর থেকে বের হতেই মোহাম্মদ খালেক আমাকে বলেন, আমার ট্যাক্সিতে আসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। পরিচিত জেনেই আমি তার ট্যাক্সিতে উঠি। ট্যাক্সিতে উঠার পরই তিনি আমাকে বাসায় না নিয়ে ব্রঙ্কস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কানেকটিকাটের নরওয়াকে নিয়ে যান এবং গাড়ি থামিয়ে আমাকে ১ হাজার ডলার দিয়ে তার সাথে দৈহিক মিলনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি আমাকে যেতে দেবেন না বলে হুমকি দেন। এক পর্যায়ে তিনি আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমি ৯১১ নম্বরে ফোন করি; কিন্তু পুলিশকে বলতে পারছিলাম না, কোথায় আছি। কারণ আমি স্থানটি চিনি না- ইমিগ্র্যান্ট হয়ে মাত্র কিছু দিন আগে আমেরিকায় আসি।’
তিনি আরো বলেন, ‘আমি বার বার ট্যাক্সি থেকে বের হবার চেষ্টা করছিলাম; কিন্তু তিনি আমাকে গাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে সুযোগ বুঝে আমি গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাই এবং আবারো পুলিশকে ফোন করি। পরিস্থিতি বুঝে মোহাম্মদ খালেক গাড়ি নিয়ে চলে যান।’
গৃহবধূর অভিযোগে নিউইয়র্ক পুলিশ মোহাম্মদ খালেককে বৃহস্পতিবার গ্রেফতার করে। তবে পরদিন তিনি জামিন লাভ করেন।
কুমিল্লার অধিবাসী মোহাম্মদ খালেক এর আগেও একই ধরনের অভিযোগে ৫ বার গ্রেফতার হয়েছিলেন।
Leave a Reply