JUST NEWS
PLANNING MINISTER M A MANNAN LAID THE FOUNDATION STONE OF ATTRACTIVE BRIDGE AT SADARPUR ON THE SYLHET-SUNAMGANJ REGIONAL HIGHWAY
সংবাদ সংক্ষেপ
জুড়ীতে বিএনপি নেতা ফারুক আহমদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল EC will monitor SCC election through CC cameras ইসি ঢাকায় বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে সিসিক নির্বাচন পরিকল্পিতভাবে মহানগরীর ৪২টি ওয়ার্ডের উন্নয়ন করা হবে : বাবুল প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে ‘নৌকা’র জয়ে কাজ করার আহ্বান আনোয়ারুজ্জামান চৌধুরীর সদরপুরে দৃষ্টিনন্দন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনা মন্ত্রী বিদেশে বসে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ হবেনা : জগন্নাথপুর ও শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী নবীগঞ্জে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেখ হাসিনা সরকার ধাক্কা দিলেই পড়ে যাবে : আব্দুল্লাহ সিদ্দিকী Human Chain of Combined Cultural Alliance in Sylhet Nazirbazar accident : Govt allocated Tk 36 lakh জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে এক শতাংশ বরাদ্দের দাবিতে সিলেটে সাংস্কৃতিক জোটের মানববন্ধন হযরত শাহজালাল ওরসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ দিলেন আনোয়ার নাজিরবাজার দুর্ঘটনায় নিহতদের পরিবার ২ লাখ টাকা ও আহতরা ৫০ হাজার টাকা করে পেলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় পিটিয়ে শ্রমিক হত্যা || আটক ৪ জন সাংবাদিক জিকরুল ইসলামের পিতার ইন্তেকাল || আজ বাদ জুমা জানাজা

আমেরিকায় বাংলাদেশী গৃহবধূকে যৌন হয়রানি ।। গ্রেফতার একজন

  • রবিবার, ১৪ মে, ২০১৭

এনা, নিউইয়র্ক : আমেরিকায় বাংলাদেশী এক গৃহবধূকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টার অভিযোগে ট্যাক্সি চালক মোহাম্মদ খালেককে পুলিশ গ্রেফতার করেছে।
বাংলাদেশী কমিউনিটিতে তিনি ইঞ্জিনিয়ার খালেক নামে পরিচিত। প্রবাসে বাংলাদেশী কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা বলেও ৪৭ বছর বয়সী এই ব্যক্তির ব্যাপক পরিচিতি রয়েছে।
নিউইয়র্কের মূলধারার গণমাধ্যমকে ঐ গৃহবধূ জানান, ‘৭ এপ্রিল ব্রঙ্কসে একটি দোকানে কাজ করছিলাম। আগে থেকেই মোহাম্মদ খালেক আমার পরিচিত। কারণ তিনি আমাদের বাসার উপরের তলায় থাকেন। আমার কাজ শেষে ব্রঙ্কসের বাসায় যাওয়ার জন্য স্টোর থেকে বের হতেই মোহাম্মদ খালেক আমাকে বলেন, আমার ট্যাক্সিতে আসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। পরিচিত জেনেই আমি তার ট্যাক্সিতে উঠি। ট্যাক্সিতে উঠার পরই তিনি আমাকে বাসায় না নিয়ে ব্রঙ্কস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কানেকটিকাটের নরওয়াকে নিয়ে যান এবং গাড়ি থামিয়ে আমাকে ১ হাজার ডলার দিয়ে তার সাথে দৈহিক মিলনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি আমাকে যেতে দেবেন না বলে হুমকি দেন। এক পর্যায়ে তিনি আমাকে ধর্ষণের চেষ্টা করেন। আমি ৯১১ নম্বরে ফোন করি; কিন্তু পুলিশকে বলতে পারছিলাম না, কোথায় আছি। কারণ আমি স্থানটি চিনি না- ইমিগ্র্যান্ট হয়ে মাত্র কিছু দিন আগে আমেরিকায় আসি।’
তিনি আরো বলেন, ‘আমি বার বার ট্যাক্সি থেকে বের হবার চেষ্টা করছিলাম; কিন্তু তিনি আমাকে গাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে সুযোগ বুঝে আমি গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাই এবং আবারো পুলিশকে ফোন করি। পরিস্থিতি বুঝে মোহাম্মদ খালেক গাড়ি নিয়ে চলে যান।’
গৃহবধূর অভিযোগে নিউইয়র্ক পুলিশ মোহাম্মদ খালেককে বৃহস্পতিবার গ্রেফতার করে। তবে পরদিন তিনি জামিন লাভ করেন।
কুমিল্লার অধিবাসী মোহাম্মদ খালেক এর আগেও একই ধরনের অভিযোগে ৫ বার গ্রেফতার হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest