এনা, নিউইয়র্ক : নিউইয়র্কে মাওলানা আলাউদ্দিন আকঞ্জি, তারা মিয়া ও নাজমা বেগমের রক্তের দাগ না মুছতেই লসএ্যাঞ্জেলেসে মহিলা দুর্বৃত্তের গুলিতে মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রাণ হারালেন।
লসএ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে শনিবার স্থানীয় সময় একটি লিকার স্টোরে একা একা কাজ করছিলেন আবুল কালাম। রাত ১২টার দিকে এক স্প্যানিস মহিলা এসে তাকে একটি চিরকুট দেয়। তাতে লেখা ছিলো, সমস্ত ডলার তাকে দিয়ে দিতে হবে; কিন্তু তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানান।
সাথে সাথে মহিলা গাড়ি থেকে পিস্তল এনে আবুল কালামকে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিবারকে খবর দেয়। সারা রাত আবুল কালামের লাশ রিকার স্টোরেই পড়ে ছিলো। সকালে তা মর্গে পাঠানো হয়।
মৃত্যুকালে আবুল কালামের বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মেয়েরা ঢাকায় রয়েছেন।
মাত্র কিছু দিন আগে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন। ঢাকার খিলগাঁওয়ে তাদের বাসা। গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামে।
Leave a Reply