এনা, নিউইয়র্ক : আমেরিকার বাফেলোতে সড়ক দুর্ঘটনায় তাশফিক তোফা নামের ৫ বছর বয়সী এক বাংলাদেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুটির আত্মীয় মিজানুর রহমান মিজান জানান, তাশফিক তোফার বাবা এক সময় পরিবার-পরিজন নিয়ে নিউইয়র্কে থাকতেন। প্রায় ৪ বছর আগে তিনি নিউইয়র্ক থেকে পরিবার নিয়ে বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য বাফেলোতে চলে যান। তাশফিক তোফার মামা হান্নান হাজিও বাফেলোতে থাকেন। দুই বাসা কাছাকাছি। মঙ্গলবার তাশফিক তোফা তার মায়ের সাথে মামার বাসায় গিয়েছিলো। সেখান থেকে বিকেলে নিজেদের বাসায় ফিরে আসার সময় মা রাস্তা পার হচ্ছিলেন ছেলের হাত ধরে। এমন সময় একটি গাড়ি তাদের দিকে ছুটে আসছে দেখে তাশফিক তোফা মায়ের হাতে থেকে ছুটে দৌঁড় দিলে গাড়ির নিচে চাপা পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও এ্যাম্বুলেন্স এসে তাশফিক তোফাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরদিন বাদ জোহর বাফেলো ইসলামিক সেন্টারে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
তাশফিক তোফার বাবা তাশফিক তোফায়েলের দেশের বাড়ি বাংলাদেশে সিলেটের কুলাউড়ার বড়লেখা-জুড়ি এলাকায়।
Leave a Reply