ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটির সভায় আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে বিপুলভাবে জয়ী করার আহ্বান জানানো হয়েছে।
হিলারি ক্লিনটনের সমর্থনে ৩০শে অক্টোবর মুসলিম আমেরিকানরা শোভাযাত্রা করবেন।
এই শোভাযাত্রা সফল করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটির ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং ব্রঙ্কস ব্যুরো প্রধান এ ইসলাম মামুনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাম্পেইন ডাইরেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, ব্রঙ্কস ব্যুরো কোঅর্ডিনেটর রেক্সোনা মজুমদার, ক্যাম্পেইন ডাইরেক্টর ডা নাহিদ খান, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, মেহের চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।
এছাড়া প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভূঁইয়া, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এমডি হোসেন তুষার, মামুন রহমান, ইসমাইল হোসেন আকন্দ, আনিসুর রহমান, লিয়াকত হোসেন, আরিফুর রহমান, নাসির উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply